১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৩ পিএম বাংলাদেশ মুসলিম লীগের আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, এই দেশের সিংহভাগ অবকাঠামোগত উন্নয়ন হয়েছিল মুসলিম লীগের শীর্ষ নেতা আবদুল মোনেম খান গভর্ণর থাকাকালীন সময়েই। তাঁর শাসনামলেই পরিকল্পিতভাবে দেশ গড়ার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। নেতৃবৃন্দ বলেন, জাতীয় সংসদ ভবন, কমলাপুর রেলস্টেশন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেশ কয়েকটি সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ক্যাডেট কলেজ, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-খুলনা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মতো গুরুত্বপূর্ণ সড়ক প্রকল্প, কয়েক হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রতি জেলায় বিসিক শিল্প নগরী এবং বহু জুট ও কটন মিল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল মরহুম আবদুল মোনেম খানের সময়েই। বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য ও স্মৃতি কমিটির সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে সোমবার (১৩ অক্টোবর) বাদ আসর রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে সাবেক পূর্ব পাকিস্তানের গভর্ণর...