এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মাঠে খেলতে নামার আগে সংবাদ সম্মেলনে হংকং, চীনের হেড কোচ অ্যাশলে ওয়েস্টউড বোমা ফাটিয়েছিলেন হামজাকে নিয়ে। অ্যাশলেকে জিজ্ঞাসা করা হয়, হামজা চৌধুরী যদি হংকং, চায়না দলে থাকতেন তবে তাকে কোন পজিশনে খেলাতেন তিনি? উত্তরে তিনি বলেছিলেন, ‘বেঞ্চে বসিয়ে রাখতাম।' ওই ম্যাচে ফ্রিকিক থেকে দারুণ গোলে বাংলাদেশকে লিড এনে দিয়েছিলেন হামজা। এর পর দুই গোলে পিছিয়ে থাকার পরও শেষ মিনিটে ৩-৩ সমতায় ফিরেছিল বাংলাদেশ। শেষ মুহূর্তের গোলে বাংলাদেশ ম্যাচ হারলেও পুরো সময় অনবদ্য ছিলেন ইংলিশ লেস্টার সিটির হয়ে খেলা হামজা। কাল আরেকবার হামজার মুখোমুখি হবেন ওয়েস্টউড। এবার হামজা সম্পর্কে তার মনোভাব কি বদলেছে? উত্তরে ওয়েস্টউড বলেন, ‘না, আমি আমার মত বদলাইনি। আমি যখন কথাটা বলেছিলাম, তখন হাসছিলাম। আমি নিশ্চিত, সেও কিছু কথা বলেছিল, হাসতে হাসতেই। আমাদের মধ্যে...