ময়মনসিংহ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেছেন, বিগত ১৭ বছর ভোট দিতে না পেরে দেশের মানুষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। কিন্তু গুটিকয়েক দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে।তারা অযৌক্তিক দাবি নিয়ে কর্মসূচির নামে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। আগামী নির্বাচনে দেশের মানুষ এই ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর নতুন বাজার ও জিলা স্কুল মোড় এলাকার ৩১ দফার লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাষ্ট্র সংস্কারে বিএনপি ঘোষিত ৩১ দফার প্রচারণায় মহানগর মহিলা দল এই লিফলেট বিতরণের আয়োজন...