জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি)দ্বিতীয় ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে সাবস্টেশন স্থাপনের জন্য জমি নির্ধারণ করা হয়েছে। আজ সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিমের উপস্থিতিতে এ জমি নির্ধারণ কার্যক্রম সম্পন্ন হয়। কেরানীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৪- এর উর্ধ্বতন কর্মকর্তারা প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে বৈদ্যুতিক সাবস্টেশন স্থাপনের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করেন। এই কার্যক্রমটি সম্পন্ন হয় ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন: ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায়। এছাড়াও উপাচার্য মহোদয় দ্বিতীয় ক্যাম্পাসে বালু ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ ও ঘাট উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয়...