সম্প্রতি অনেকেই অভিযোগ করছেন—আগের তুলনায় বিদ্যুৎ বিল হঠাৎ বেড়ে গেছে। অথচ ব্যবহার প্রায় একই রকম। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে কারণ হতে পারে ঘরের ভুল ইলেকট্রিক্যাল সংযোগ, বিশেষ করে আর্থিং তারের ত্রুটি। অনেক বাড়িতেই দেখা যায়, আর্থিং তার সরাসরি মেইন সুইচের নিউট্রাল লাইনের সঙ্গে যুক্ত। এতে সার্কিটে একটি অতিরিক্ত “লুপ” তৈরি হয়, যা অপ্রয়োজনীয়ভাবে কারেন্ট টানে। ফলে মিটার সেই অতিরিক্ত কারেন্টকেও ব্যবহার হিসেবে গণনা করে, এবং প্রকৃত ব্যবহার কম হলেও বিল বেড়ে যায় কয়েকগুণ। এই সমস্যা এড়াতে একজন দক্ষ ও অনুমোদিত ইলেকট্রিশিয়ান দিয়ে পুরো সংযোগ পরীক্ষা করা প্রয়োজন।আর্থিং তার কখনোই সরাসরি নিউট্রালের সঙ্গে যুক্ত করা যাবে না। বরং এটি সার্ভিস নিউট্রাল তারের সঙ্গে আলাদাভাবে পাকিয়ে সংযুক্ত করতে হবে—এটাই নিরাপদ ও সঠিক পদ্ধতি। ভুল আর্থিং সংযোগ কেবল বিল বাড়ায় না, বরং গুরুতর...