বিএনপি ক্ষমতায় এলে ১৮ মাসের মধ্যে শিক্ষিত বেকার যুবকদের জন্য এক কোটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। সোমবার (১৩ অক্টোবর) রাজধানীর মিরপুর ১ নম্বরে ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের মিরপুর থানা শাখার ১২ নম্বর ওয়ার্ড আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। আমিনুল হক বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনের মাধ্যমে সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি সমন্বিত কর্মপরিকল্পনা হাতে নিয়েছেন। দেশের প্রতিটি জেলা, উপজেলা ও বিভাগ পর্যায়ে মানুষের হাতের নাগালে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এই পরিকল্পনার মূল লক্ষ্য। ” তিনি আরও বলেন, “সুশাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি বিচার বিভাগকে শতভাগ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে। পাশাপাশি দেশের শিক্ষিত...