সাতক্ষীরা:সরিষার খইল আমদানির মিথ্যা ঘোষণা দিয়ে ভারত থেকে আনা প্রায় ১০ কোটি টাকার মূল্যের শাড়ি ও লেহেঙ্গাসহ বিভিন্ন মালামালের চালান আটক করেছে বিজিবি ও কাস্টমস। সোমবার (১৩ অক্টোবর) বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর ও ভোমরা কাস্টমস স্টেশন এসব তথ্য জানায়।এর আগে রোববার রাতে রাতে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের পার্কিং ইয়ার্ড থেকে ভারতীয় দুটি ট্রাকসহ বিশাল এই শাড়ি ও লেহেঙ্গার চালান আটক করে সংস্থা দুটি। কাস্টমস সূত্রে জানা যায়, চাপাইনবাবঞ্জের আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজ ভোমরা স্থলবন্দর দিয়ে ৬০ টন ভারতীয় সরিষার খইল আমদানির জন্য ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে পশ্চিমবঙ্গের রপ্তানিকারক প্রতিষ্ঠান বিকে এন্টারপ্রাইজের অনুকূলে এলসি প্রদান করেন। রোববার ভারতীয় সরিষার খইল বোঝাই দুটি ট্রাক ভোমরাস্থল বন্দরের পার্কিং ইয়ার্ডে ঢোকার সাথে সাথে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়। এসময় বিজিবি...