ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনার মতো বিভাগীয় জেলা সহ দেশের বিভিন্ন জেলার ২৭০টি রেস্টুরেন্ট ও ক্যাফেতে পিৎজা অর্ডার করে পেমেন্ট বিকাশ করলেই গ্রাহকরা পাচ্ছেন ২০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। সারাদেশের গ্রাহককে ডিজিটাল পেমেন্টে আরও উৎসাহিত করতে ডিসকাউন্টে পিৎজা কেনার এই অফার এনেছে বিকাশ। অফারটি চলবে ১ নভেম্বর ২০২৫ পর্যন্ত। ডিসকাউন্ট পেতে বিকাশ অ্যাপ থেকে অথবা কিউআর স্ক্যান করে ন্যূনতম ২৫০ টাকা পেমেন্টে...