বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর ও দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামকে বলা হয় দেশের বাণিজ্যিক রাজধানী। তবে শুধু ব্যবসা-বাণিজ্য নয়, প্রকৃতি, ইতিহাস আর আধুনিকতার মিশেলে চট্টগ্রাম একটি জনপ্রিয় ভ্রমণ গন্তব্য। ব্যস্ত নগরীর ভেতরেও লুকিয়ে আছে পাহাড়, সমুদ্র, নদী আর নানা ঐতিহাসিক স্থাপনা। তাই একদিন সময় নিয়েও ঘুরে দেখা সম্ভব চট্টগ্রামের বেশ কয়েকটি আকর্ষণীয় স্পট। চলুন দেখে নিই কেমন হতে পারে একদিনের চট্টগ্রাম ভ্রমণ। সকাল শুরু হোক চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা চট্টগ্রাম ভ্রমণ শুরুর গন্তব্য হতে পারে চট্টগ্রাম বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা। পাহাড় ঘেঁষে গড়ে ওঠা এই জায়গায় রয়েছে নানা প্রজাতির বৃক্ষ আর প্রাণী। পরিবার নিয়ে সময় কাটানোর জন্য আদর্শ জায়গা এটি। বিশেষ করে শিশুদের জন্য এটি এক অসাধারণ অভিজ্ঞতা। এরপর যেতে পারেন চট্টগ্রামের অন্যতম ঐতিহাসিক জায়গা হলো আদালত পাহাড়। এখান থেকে পুরো...