লিভার বা যকৃতের দীর্ঘমেয়াদি রোগ হলে চুলকানি হয়। কোলেস্ট্যাটিক লিভার ডিজিজ যেমন অবস্ট্রাকটিভ জন্ডিস, প্রাথমিক পিত্তনালির প্রদাহ বা প্রাইমারি বিলিয়ারি কোলানজাইটিস, প্রাইমারি স্ক্লেরসিং কোলানজাইটিস রোগেও চুলকানি অন্যতম প্রধান উপসর্গ। পিত্তরস ও পিত্ত অ্যাসিড রক্তে জমে ত্বকের স্নায়ু উত্তেজিত করে, এই চুলকানি রাতে বেশি হয়। দীর্ঘমেয়াদি রোগ বিশেষ করে ডায়ালাইসিস করতে হয় এমন রোগীদের মধ্যে এ রকম চুলকানি দেখা যায়। সাধারণত এটি সারা শরীরে হয়। বেশি হয় রাতে। রাতের ঘুম নষ্ট করে। রক্তশূন্যতায় শরীর চুলকাতে পারে, বিশেষ করে আয়রনের ঘাটতিজনিত রক্তশূন্যতায়। পলিসাইথেমিয়া নামে রক্তের এক বিশেষ রোগ, যেটিতে রক্তের হিমোগ্লোবিন ও লোহিত রক্তকণিকা বেড়ে যায়, তাতেও চুলকানি হতে পারে। গোসলের পর বা গরম পানিতে চুলকানি এটির একটি সাধারণ উপসর্গ। রক্তের ক্যানসারের ক্ষেত্রেও অনেক সময় চুলকানি প্রাথমিক সতর্কসংকেত। অন্যান্য কিছু রক্তের ক্যানসারেও...