উইমেন’স এশিয়া কাপে সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫১ রানের অপরাজিত থাকেন স্বর্ণা। তার ৩৫ বলের আগ্রাসী ইনিংসটি সাজানো তিনটি করে ছক্কা-চারে। ইনিংসটির পথে ৩৪ বলে ফিফটি স্পর্শ করেন স্বর্ণা। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটার মধ্যে যা দ্রুততম। এতদিন রেকর্ডটি ছিল নিগার সুলতানার। গত এপ্রিলে বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে ফিফটি করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ৩৪ রানে জেতা ওই ম্যাচে ১১ চারে ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। ভিশাখাপাত্নামে এদিন শেষ দিকে ৩ চারে ৮ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেন রিতু মনি। স্বর্ণার সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটিতে ১৮ বলে আসে ৩৭ রান। শেষ ৫ ওভারে ৫৭ রান করে ২৩২ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। বিশ্বকাপে এর চেয়ে বেশি রান কেবল একবারই করতে পেরেছে বাংলাদেশ। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ৭...