জাইকার ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রকল্পের অংশ হিসেবে এ সফরে প্রতিষ্ঠানটির অত্যাধুনিক গবেষণা ও উন্নয়ন (আরএন্ডডি) ল্যাবরেটরির উন্নয়নে তহবিল সরবরাহ কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন তারা, যা বাংলাদেশের দ্রুত সম্প্রসারণশীল খাদ্য শিল্পে উদ্ভাবন, গুণগত মান উন্নয়ন ছাড়াও বিশ্বব্যাপী হালাল খাদ্য বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা করছে প্রতিনিধিদলের সদস্যরা।প্রতিনিধিদলের মধ্যে ছিলেন- জাইকা বাংলাদেশ অফিসের সিনিয়র প্রতিনিধি লন মিস শোজি ইজুমি, প্রকল্প প্রণয়ন উপদেষ্টা মিস ওকাদা আকিকো, পাডেকো-প্যাসিফিক কন্সাল্টেন্টস গ্রুপের পরিচালক তেরুকি তাকাহাশি, সিনিয়র প্রোগ্রাম অফিসার মেহেদী হাসান, বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প পরিচালক এসএম আনিসুজ্জামান এবং বিআইএফএফএলের ক্রেডিট ও বিনিয়োগ বিভাগের প্রধান শেখ আনোয়ার সাদাত।আলু যেন গলার কাঁটাএ সময় উপস্থিত ছিলেন- বঙ্গ ফ্লেভার অ্যান্ড ফ্রেগ্রেন্সের ব্যবস্থাপনা পরিচালক মঈন উদ্দিন টুটুল, পরিচালক মোহাম্মদ উল্লাহ সিদ্দিকী ডালিম। প্রধান...