আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া একুশতম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) দিবস উপলক্ষ্যে কনসার্টের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও “জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস-২০২৫” উদযাপন উপলক্ষ্যে গঠিত সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সাবিনা শরমীন এর সভাপতিত্বে উপাচার্য মহোদয়ের সম্মেলন কক্ষে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় বিশ্ববিদ্যালয় দিবসকে সফলভাবে উদযাপনের লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী,বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের জন্য খাবারের আয়োজন থাকবে। শিক্ষার্থীরা জনপ্রতি ৫০ টাকা দিয়ে নিজ বিভাগে রেজিস্ট্রেশন করবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি শিক্ষার্থীর জন্য ১৫০ টাকা করে ভর্তুকি দেবে। এছাড়া, বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে একটি কনসার্টের আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় “জগন্নাথ...