গোধূলি লগ্ন, মাতামুহুরির শান্ত জল, সাদা পাহাড়ের বুক চিরে দাঁড়িয়ে থাকা সবুজ বৃক্ষ, দূর পাহাড় থেকে ভেসে আসা পাখির মৃদু কলতান। এ যেন এক অপূর্ব দৃশ্য। মন ভোলানো এই পরিবেশ ‘সৌন্দর্য-পিয়াসী’ যে কাউকেই আকৃষ্ট করবে। বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত ওয়াইট পিক স্টেশন রিসোর্টের মাচায় বসে ভ্রমণ ক্লান্তি যেন নিমেষেই দূর হয়ে যায়। প্রতিবছরের মতো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস) আয়োজন করছে মিনি ট্যুর। এবার আমরা নাম বদলে রাখলাম আনন্দ ভ্রমণ। চবিসাস সদস্যরা কয়েকটা জায়গার নাম বললেও শেষ পর্যন্ত নতুন স্পটে ট্যুর দেওয়ার জন্যই সবাই আগ্রহী হলো। ঠিক হলো সদ্য নির্মিত বান্দরবানের লামা উপজেলায় অবস্থিত ওয়াইট পিক স্টেশন রিসোর্টেই হবে এবারের আনন্দ ভ্রমণ। দুদিনের এই ট্যুর পরিকল্পনায় ছিল মানিকপুর থেকে রিসোর্ট পর্যন্ত নৌকা ভ্রমণ, নুনারঝিরি পাহাড় ভ্রমণ, নুনারঝিরি ঝর্ণাতে গোসল, মাতামুহুরি...