শিক্ষকদের ওপর পুলিশি হামলা ও লাঠিচার্জের প্রতিবাদে বাগেরহাটে বেসরকারি শিক্ষকরা বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সোমবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধনে মিলিত হয়। বক্তারা বলেন, শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে পুলিশ লাঠিচার্জ করে আহত করেছে—এটি অত্যন্ত নিন্দনীয়। তারা হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং শিক্ষকদের জাতীয়করণসহ সব দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায়, সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার হুঁশিয়ারি দেন শিক্ষকরা। মানববন্ধনে বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইন, নায়েবে আমীর মাষ্টার...