জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২১ নম্বর (ছাত্র) হলে প্রথম বর্ষের শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৬ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রেরিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১২ অক্টোবর প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কর্তৃক ৫৪তম ব্যাচের (প্রথম বর্ষ) শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র-ছাত্রীদের জন্য প্রণীত শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ, ২০১৮’-এর ধারা ৪(১)(খ) অনুযায়ী এই বহিষ্কারাদেশ জারি করা হয়েছে বলে আজ রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখা থেকে এক অফিস আদেশে জানানো হয়। এছাড়া, এ ঘটনার তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে মওলানা ভাসানী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক...