গাজা নিয়ে শান্তিচুক্তি প্রসঙ্গে ভাষণ দিতে গিয়ে ইসরায়েলি পার্লামেন্টে বিক্ষোভের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বক্তব্য চলাকালীন একাধিক সংসদ সদস্য উচ্চস্বরে ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন’ স্লোগান দেন এবং ট্রাম্পকে ‘সন্ত্রাসী’ বলেও অভিহিত করেন। সোমবার (১৩ অক্টোবর) ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে দুইজন এমপিকে নিরাপত্তা কর্মকর্তারা কক্ষ থেকে বের করে দেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প যখন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের প্রশংসা করছিলেন, তখন হাদাশ পার্টির নেতা আয়মান ওদেহ ও তার সহকর্মী সংসদ সদস্য একটি প্ল্যাকার্ড তুলে ধরেন, যেখানে লেখা ছিল— “ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।” ঘটনার পর পার্লামেন্টের স্পিকার আমির ওহানা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দুঃখ প্রকাশ করে বলেন, “এর জন্য দুঃখিত, মি. প্রেসিডেন্ট।” নিরাপত্তাকর্মীরা যখন ওদেহ ও তার সহকর্মীকে বাইরে নিয়ে যাচ্ছিলেন, তখন ট্রাম্প মুচকি হেসে বলেন, “ওরা বেশ...