কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। সোমবার বিকেলে কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে ভেড়ামারা উপজেলার চকভেড়ামারা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় ফরিদুল ইসলাম (৪০) ও শুভ আলীকে (৩৪) অবৈধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট সেবনের সময় আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের যথাক্রমে এক মাস ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন। অন্যদিকে, সোমবার সকালে দৌলতপুর উপজেলার হোগলবাড়ী ইউনিয়নের চামনাই গ্রামে আরও দুটি পৃথক অভিযান পরিচালনা করে অধিদপ্তর। এ সময় ওই গ্রামের আমিরুল ইসলামকে...