১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫৭ পিএম তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছে গণতন্ত্রের হাওয়া— হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। আর মাত্র দুই দিন পরেই ভোট; ক্যাম্পাসজুড়ে এখন নির্বাচনী উত্তাপ ও প্রস্তুতির চূড়ান্ত ছোঁয়া। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের দিন নিরাপত্তার জন্য থাকবে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী। ক্যাম্পাসে দুই হাজারের বেশি পুলিশ সদস্যের পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও ১২ প্লাটুন র্যাব মোতায়েন থাকবে। এছাড়া গোয়েন্দা সংস্থা, বিএনসিসি ও স্কাউট সদস্যরাও নিরাপত্তা কার্যক্রমে অংশ নেবেন। প্রশাসনের দাবি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ...