১৩ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম আসন্ন ১৪তম সাউথ এশিয়ান গেমস (এসএ গেমস) এবং ২০তম এশিয়ান গেমসে ভালো ফলাফলের লক্ষ্য নিয়ে বড় পদক্ষেপ নিল বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন। কোরিয়ার অভিজ্ঞ পুমসে কোচ জুন গিউ চোইকে নিয়োগ দিয়েছে ফেডারেশন। গতকাল রাতে দক্ষিণ কোরিয়া থেকে ঢাকায় এসে পৌঁছান নতুন এই কোচ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফেডারেশনের কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন তায়কোয়ানডো ফেডারেশনের সহ-সভাপতি হাসানুজ্জামান খান বাবলু, সদস্য আরিফ রাব্বানী, নুরুল ইসলাম ও মরিয়ম বেগম ইতি এবং কোচ নির্মল চৌধুরী, মো: কামরুজ্জামান চঞ্চল, আব্দুর রহমান ও মো: কোরবান আলী। বাংলাদেশ তায়কোয়ানডো দল বর্তমানে বিকেএসপিতে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে রয়েছে। আগামী বছর দুটি বড় আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুত হচ্ছে তারা। ২৩-৩১ জানুয়ারি পাকিস্তনে অনুষ্ঠিতব্য ১৪তম...