১৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৫ পিএম বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. আবদুল জলিল-কে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদ খাঁন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। বিসিএস ১৮তম ব্যাচের কর্মকর্তা মো. আবদুল জলিল এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি তথ্য অধিদপ্তরের সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এবং শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন বোর্ডে দায়িত্ব পালন করেন। শিক্ষা জীবনে তিনি উচ্চমাধ্যমিক পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে সম্মিলিত মেধা তালিকায় ষষ্ঠ স্থান অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ থেকে বিএসএস (অনার্স) এবং এমএসএস উভয় পরীক্ষায়...