১৩ অক্টোবর ২০২৫, ০৭:৩০ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৩০ পিএম শারমিন আকতার ও স্বর্ণা আকতারের জোড়া হাফ-সেঞ্চুরিতে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে জয়ের জন্য ২৩৩ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৩২ রান করে টাইগ্রেসরা। শারমিন ৭৭ বলে ৫০ এবং স্বর্ণা ৩৫ বলে অপরাজিত ৫১ রান করেন। ভারতের বিশাখাপত্তমে সোমবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সাবধানে খেলে উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৫৩ রান যোগ করে দলকে ভাল শুরু এনে দেন দুই ওপেনার ফারজানা হক ও রুবাইয়া হায়দার। ১৭তম ওভারের প্রথম বলে সাজঘরে ফিরেন রুবাইয়া। ২ বাউন্ডারিতে ৫২ বলে ২৫ রান করেন তিনি। ২৫তম ওভারে বিদায় নেন ফারজানা। ৩টি বাউন্ডারিতে ৭৬ বলে ৩০ রান করেন...