পাকিস্তানের কট্টরপন্থি ইসলামি দল তেহরিক-ই-লাব্বায়েক পাকিস্তানের (টিএলপি) আয়োজন করা একটি ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশ ঘিরে সোমবার (১৩ অক্টোবর) পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে। খবর এএফপির। গত বৃহস্পতিবার টিএলপি তাদের এই প্রতিবাদ সমাবেশ শুরু করেছিল লাহোর থেকে এবং তাদের পরিকল্পনা ছিল রাজধানী ইসলামাবাদের মার্কিন দূতাবাসে যাওয়ার। তবে পুলিশ তাদের এই সমাবেশ বাতিল করতে সমঝোতার চেষ্টা করলেও আলোচনা ব্যর্থ হয়। এরফলে পুলিশ লাহোর ও ইসলামবাদের মধ্যকার রাস্তাগুলো বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবাও। গতকাল রোববার সরকার ও টিএলপির মধ্যে আলোচনা ভেস্তে যাওয়ার পর কর্তৃপক্ষ লাহোরের উত্তরে মুরিদকে শহরে জড়ো হওয়া প্রায় সাত হাজার টিএলপি সমর্থককে ছত্রভঙ্গ করে দিতে অভিযান চালায়। সমর্থকরা এখানে ইসলামাবাদের উদ্দেশে যাত্রার অংশ হিসেবে অবস্থান নিয়েছিল। পাকিস্তানের পুলিশ জানায়, টিএলপির কর্মীরা পাথর...