বাগেরহাট:বাগেরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের প্রার্থী ও মনোনয়ণ প্রত্যাশীদের নিয়ে “তারুণ্যের স্বপ্ন, আমাদের ইশতেহার-আমাদের ভবিষ্যৎ” শীর্ষক নির্বাচনী ইশতেহার প্রনয়ন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাকশন এইড ও বাধন মানব উন্নয়ন সংস্থার যৌথ আয়োজেনে সোমবার ( ১৩ অক্টোবর) দিনব্যাপি এই সংলাপ অনুষ্ঠিত হয়। বাধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস এম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে সংলাপে বাগেরহাট-১ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম এ সালাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী‘র প্রার্থী শেখ মঞ্জুরুলহক রাহাদ, এনসিপির প্রার্থী সৈয়দ মোর্শেদ আনোয়ার সোহেল, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মোশাররফ হোসেন এবং বাগেরহাট-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. শেখ ফরিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী‘র প্রার্থী এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, এনসিপি‘র প্রার্থী মোল্লা রহমত উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শেখ জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া...