রাজধানীর শ্যামপুরে পাওনা টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে সজীব হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি পেশায় গাড়ির মেকানিক ছিলেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে শ্যামপুরের জুরাইন তুলাবাগিচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে নিয়ে আসা জাকির হোসেন জানান, নিহত সজীব গাড়ির মেকানিক হিসেবে কাজ করতেন। তিনি শাহীন নামে একজনকে ছয় হাজার টাকা ধার দিয়েছিলেন। আজ বিকেল ৫টার দিকে ওই পাওনা টাকা চাইতে গেলে কথাকাটাকাটির একপর্যায়ে সজীবকে ছুরিকাঘাত করেন শাহীন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সজীব...