টেলিভিশন ও ওটিটিতে জনপ্রিয়তা পাওয়ার পর বড় পর্দাতেও নিজেকে প্রমাণ করেছেন তাসনিয়া ফারিণ। ২০২৩ সালে ‘আরো এক পৃথিবী’ দিয়ে টালিউডে অভিষেক হয় তার। ঢালিউডে যাত্রা করেন চলতি বছরের কোরবানির ঈদে ‘ইনসাফ’ দিয়ে। এবার ক্যারিয়ারে নতুন অধ্যায়ের সূচনা করলেন তাসনিয়া। প্রযোজক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। গত শনিবার সন্ধ্যায় ফেসবুকে তিনি নিজ উদ্যোগে প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার আগ্রহ প্রকাশ করেন এবং নেটিজেনদের কাছে জানতে চান প্রতিষ্ঠানটির নাম কী হওয়া উচিত। মন্তব্যের ঘরে ভক্তরা নানা প্রস্তাব দেন। আজকের পত্রিকাকে তাসনিয়া ফারিণ জানান, ‘আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। এ কারণেই প্রযোজনা প্রতিষ্ঠান শুরু করার পরিকল্পনা; যেখানে নিজের ভাবনাগুলো পর্দায় দেখাতে পারব।’ ফারিণ আরও জানান, এ বছরের শেষের দিকে নিজের গাওয়া নতুন গানের ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তার...