মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দিয়েছেন। ভাষণের শুরুতে হট্টগোলের কারণে বাধাগ্রস্ত হন তিনি। মুহূর্তেই হট্টগোলকারী দুই নেসেট সদস্যকে বহিষ্কার করেন স্পিকার। আল জাজিরা ও বিবিসির খবরে বলা হয়, আজ সোমবার ট্রাম্প ভাষণ দেওয়ার সময় ইসরায়েলের পার্লামেন্টে কিছুটা হট্টগোল দেখা যায়। এতে ট্রাম্প তার ভাষণ থামাতে বাধ্য হন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের স্পিকার আমির ওহানা হট্টগোলকারীদের বহিষ্কার ঘোষণা করেন। একপর্যায়ে নিরাপত্তারক্ষীরা দ্রুত অভিযুক্তদের সরিয়ে নিয়ে যায়। পরে প্রেসিডেন্ট ট্রাম্প পার্লামেন্টে ভাষণ শুরুর আগে বলেন, ‘কাজটা খুব দক্ষতার সঙ্গে হয়েছে।’ নেসেটে ভাষণে ট্রাম্প বলেন, আজ একটি নতুন মধ্যপ্রাচ্যের ‘ঐতিহাসিক ভোর’। মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানান। তিনি তাঁকে ‘অসাধারণ সাহসী একজন মানুষ’ বলে অভিহিত করেন। এ সময় পার্লামেন্টে উপস্থিত সদস্যদের অনেকে নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’ বলে চিৎকার করে...