শেষদিনের মতো চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রচার। অনেকটা নাওয়া-খাওয়া ভুলে ভোটারদের দ্বারে-দ্বারে শেষবারের মতো ভোট চাইছেন প্রার্থীরা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শেষদিনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে প্রাণপণ চেষ্টা তাদের। এদিন ক্যাম্পাস জুড়ে প্রচারর আমেজ সবচেয়ে বেশি দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ভোটার-প্রার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও পয়েন্টে প্রচার চালান প্রার্থীরা। আজ রাত ১২টা পর্যন্ত এ প্রচার চালাতে পারবেন তারা। দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে প্রচার চালাতে দেখা যায় ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম রনিকে। এ সময় গণমাধ্যমে তিনি বলেন, “আজ নির্বাচনী প্রচারর শেষদিন। নির্বাচনের আর মাত্র একদিন বাকি। শেষদিনে আমরা শিক্ষার্থীদের কাছ থেকে দোয়া নিতে এসেছি। শিক্ষার্থীরা আমাদের ভালোভাবে গ্রহণ করছে। আমরা...