আইসিসি নারী বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের নারী ব্যাটারদের দারুণ ঝলমলে এক ইনিংসের দেখা মিলল। ব্যাট হাতে জ্বলে উঠলেন স্বর্ণা আক্তার। মাত্র ৩৪ বলে ফিফটি করেন। এটি বাংলাদেশের নারী ওয়ানডে ইতিহাসে দ্রুততম অর্ধশতক। নিগার সুলতানা জ্যোতির ৩৯ বলে ফিফটির রেকর্ড ভাঙেন তিনি। তার আগুনে ব্যাটিংয়ে রেকর্ড গড়া সংগ্রহ পেল বাংলাদেশ। আজ টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান তোলে টাইগ্রেসরা। এটি নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বাংলাদেশ ইনিংসের শুরুটা ছিল মেপে খেলার মতোই। ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক ও ফারজানা হক দেখেশুনে রান তুলতে থাকেন। দুজনের ব্যাটে আসে ৫৩ রানের উদ্বোধনী জুটি। ঝিলিক ২৫ রানে ফিরলেও, ইনিংসের ভিত গড়ে দেন ফারজানা ও পরের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। ফারজানা ৩০ রানে...