১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪২ পিএম বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে বিপুল আত্মত্যাগের বিনিময়ে যে গণতন্ত্র যাত্রা শুরু করেছে, সেই গণতন্ত্রকে টেকসই করতে হবে। ভোটের ব্যবস্থাকে টেকসই করতে হবে, অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। দলমত নির্বিশেষে আগামীর বাংলাদেশকে গড়তে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে উচ্ছেদ করতে সমগ্র শক্তি যেমন ঐক্যবদ্ধ হয়েছিলাম, তেমনি দেশের গণতন্ত্রকে টেকসই ও প্রতিষ্ঠিত করার জন্য অভ্যুত্থানের সকল শক্তিকে নির্বাচনের আগে এবং পরে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি সোমবার (১৩ অক্টোবর) বিকালে খুলনার পাইকগাছা পৌরসভা মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পাইকগাছা উপজেলা ও পৌরসভা যুবদল আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।...