১৩ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:০৫ পিএম ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করায় জরিমানার কবলে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস। দিল্লিতে চলমান ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন আচরণবিধি ভঙ্গ করেন সিলেস। ভারতের ব্যাটিং ইনিংসের ২৯তম ওভারের প্রথম চার বলে তিন বাউন্ডারি হজম করেন তিনি। পঞ্চম ডেলিভারি জয়সওয়াল সোজা ব্যাটে খেললে বল পান সিলেস। বল নিয়েই ছুঁড়ে মারেন তিনি। বল গিয়ে লাগে জয়সওয়ালের প্যাডে। আইসিসির আচরণবিধির ২.৯ ধারায় বলা আছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন বিপদজনক বা অনুপুযুক্তভাবে কোন খেলোয়াড়ের দিকে বল বা ক্রিকেট সরঞ্জাম ছুঁড়ে মারা শাস্তিযোগ্য অপরাধ। এজন্য ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে সিলেসকে। ২৪ মাসের মধ্যে দ্বিতীয় ডিমেরিট পয়েন্ট পেলেন সিলেস।...