সিলেটের সীমান্তবর্তী জনপদ কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের শৌচাগারের বেহাল দশা। শতশত রোগীর ব্যাবহার্য এ শৌচাগারের নোংরা ও দূর্ঘন্ধময় ভিডিও চিত্র গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফলে এ নিয়ে জনমনে প্রশ্নের উদ্রেক হয়েছে। উপজেলার অধিবাসী CP Bilal Ahmad নামীয় ফেইসবুক আইডি থেকে প্রচারিত ১২ ই অক্টোবর (রবিবার) কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের ব্যবহ্ত টয়লেটের ভেতর নোংরা, পিচ্চিল ও ভয়েস মাধ্যমে দূর্ঘন্ধময় বর্ননার কথা জানান। নেটিজেনরা বিষয়টিকে উপজেলাবাসী লজ্জিত! লজ্জাজনক বলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পাশাপাশি পিচ্চিল বাথরুমে অসুস্থ রোগীরা আহত হওয়ার সম্ভাবনা প্রকট। এ বিষয়ে মানসম্মত স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার উপযোগী করতে উপজেলা প্রশাসন কোম্পানীগঞ্জ এর প্রতি আহবান জানান ঐ ফেইসবুক ব্যবহারকারী। ভাইরাল হওয়া ভিডিও চিত্র পোষ্টকারী রাজনগর নিবাসী বেলাল আহমদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গতকাল ছোট বাচ্চাকে নিয়ে...