রাজধানীর শ্যামপুর থানার জুরাইন বাগিচা বাজার এলাকায় পাওনা ৬ হাজার টাকা চাইতে গিয়ে ছুরিকাঘাতে মো. সজীব (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পেশায় একজন গাড়ির ইঞ্জিন মিস্ত্রি ছিলেন। আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সজীবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। নিহত সজীব মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ইয়াদ আলীর ছেলে। পোস্তগোলা আরসিন গেট এলাকায় ভাড়া থাকতেন তিনি। সজীবকে হাসপাতালে নিয়ে আসা ভাগিনা জাকির হোসেন বলেন, ‘আমার মামা শ্যামপুর ওয়াসার গ্যারেজে গাড়ির ইঞ্জিনের মিস্ত্রি হিসেবে কাজ করত। শাহিন নতুন বিয়ে করেছে তাই ঘর সাজানোর জন্য আমার মামা সজীবের কাছ থেকে কাছ থেকে ৬ হাজার টাকা ধার নেয়। সেই পাওনা...