জমকালো আয়োজনের মধ্য দিয়ে বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হলো ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৫’। সোমবার (১৩ অক্টোবর) থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় দেশজুড়ে আঞ্চলিক পর্যায় থেকে বাছাইকৃত রেকর্ডসংখ্যক ১৮০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন, যাদের মধ্যে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছেন ৮০ জন। এদিন বিকেলে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার মূল পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জার্সি উন্মোচন ও বেলুন উড়িয়ে তিনি এই আসরের শুভ সূচনা করেন। প্রধান অতিথির বক্তব্যে জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘গত চার বছরে বাংলাদেশের স্কোয়াশ অনেকদূর এগিয়েছে। নিয়মিত এই ধরনের জাতীয় প্রতিযোগিতা আয়োজনই প্রমাণ করে আমাদের স্কোয়াশের সুদিন আসছে। ’ অনুষ্ঠানে জানানো হয়, স্কোয়াশ ফেডারেশনের নিজস্ব কমপ্লেক্স না থাকায় সম্প্রতি বসুন্ধরা গ্রুপের সঙ্গে পাঁচ বছর...