প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারির দাবিতে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত করেছেন। সোমবার ১৩ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এ আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন তারা। সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিনিধি দল জানান, “সচিবালয় থেকে আমাদের একটি প্রতিনিধি দলকে ডাকা হয়েছে। এরপর আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে কথা বলেছি। শিক্ষা উপদেষ্টা ও তার পিএস আমাদের জানিয়েছেন, অধ্যাদেশের প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। ৬ হাজার মেইল পড়ার জন্য অধ্যাদেশের দ্বিতীয় ধাপের কাজ ধীর গতিতে চলছিল। কিন্তু বিষয়টি বিবেচনা...