ফারজানা হক ও রুবাইয়া হায়দার ঝিলিকের ধীরগতির শুরুর পর খেলায় গতি আনেন শারমিন আক্তার ও নিগার সুলতানা জ্যোতি। শারমিন ফিফটির দেখা পেলেও জ্যোতি পারেননি।শেষদিকে তাণ্ডব চালান স্বর্ণা আক্তার। দ্রুততম হাফসেঞ্চুরিতে বাংলাদেশকে এনে দেন বড় সংগ্রহ। নারী ওয়ানডে বিশ্বকাপে আজ বিশাখাপাত্নামে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করেছে ২৩২ রান। দলের হয়ে ফিফটি হাঁকান শারমিন ও স্বর্ণা। ৬ চারে ৭৪ বলে শারমিন ফিফটি তুলেন। আর স্বর্ণার লাগে ৩৪ বল। তার ইনিংসে ছিল ৩ চার ও ৩ ছক্কা। বাংলাদেশি কোনো ব্যাটার হিসেবে দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডও গড়েন তিনি। একইসঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে কোনো ইনিংসে ৩ ছক্কা মারার রেকর্ডও গড়েন এই ব্যাটার। আগে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা হয় ধীরগতির। উদ্বোধনী জুটিতে ৯৭ বলে ৫৩...