ভোমরা বন্দর দিয়ে সরিষার খৈল আমদানির আড়ালে আনা ১০ কোটি টাকার ভারতীয় শাড়ি লেহেঙ্গা আটক করে বিজিবি ----জনকন্ঠ সরিষার খৈল আমদানির আড়ালে প্রায় ১০ কোটি টাকার মূল্যের ভারতীয় শাড়ী ও লেহেঙ্গাসহ বিভিন্ন মালামালের চালান আটক করা হয়েছে। রবিবার রাতে বিজিবি ও কাস্টমসের পৃথক অভিযানে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের পার্কিং ইয়ার্ড থেকে ভারতীয় দুটি ট্রাকসহ বিশাল এই শাড়ীর ও লেহেঙ্গার চালান আটক করা হয়। সোমবার বিজিবি ও কাস্টমস এর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হেেয়ছে। কাস্টমস সুত্রে জানা যায়, চাপাই নবাবঞ্জের আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজ ভোমরা স্থলবন্দর দিয়ে ৬০ টন ভারতীয় সরিষার খৈল আমদানীর জন্য ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে পশ্চিমবঙ্গের রপ্তানিকারক প্রতিষ্ঠান বিকে এন্টার প্রাইজের অনুকূলে এলসি প্রদান করেন। ঘটনার দিন ভারতীয় সরিষার খৈল বোঝাই দুটি ট্রাক ভোমরাস্থল বন্দরের পার্কিং...