ব্রাজিল জাতীয় দলের মধ্যমাঠে এখন যেন এক অপরিহার্য নাম ব্রুনো গিমারেস। ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তি অধীনে দল যখন ধীরে ধীরে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে, সেখানে নিউক্যাসল মিডফিল্ডার হয়ে উঠেছেন সবচেয়ে নির্ভরযোগ্য খেলোয়াড়। আনচেলোত্তির অধীনে খেলা সবগুলো পাঁচ ম্যাচেই তিনি মাঠে ছিলেন—একমাত্র তিনিই এমন ধারাবাহিকতা দেখিয়েছেন। গিমারেস বলেন, 'এটা জাতীয় দলে আমার সেরা সময়গুলোর একটি। এই চক্রে অনেক কিছু ঘটেছে, অনেক অস্থিরতা ছিল, কিন্তু আমরা দল হিসেবে বেড়ে উঠেছি এবং এখন অনেক শক্তিশালী। কোচ যেভাবেই ফর্মেশন দেন, আমরা মানিয়ে নিচ্ছি। আমি চাই ক্লাবে ভালো পারফর্ম করে কোচের বিশ্বাস ধরে রাখতে এবং জাতীয় দলে নিয়মিত থাকতে।' কাতার বিশ্বকাপের পর থেকে ব্রাজিলের হয়ে হওয়া ৩০ ম্যাচের মধ্যে ২৫টিতে গিমারেস ছিলেন প্রথম একাদশে, মাত্র দুটি ম্যাচ মিস করেছেন, যার একটি আবার নিষেধাজ্ঞার কারণে। আনচেলোত্তি 'আমার...