পরে সেই পোস্টটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায়। তার সেই পোস্ট শেয়ার করেছেন জনপ্রিয় বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটর ও সচেতন মহল। তারা রিপন মিয়ার পরিবারের সাথে ঘটা ঘটনার নিন্দা জানাচ্ছেন। এরকম ভাইরাল সাংবাদিকতার নীতি নৈতিকতা নিয়েও তুলছেন প্রশ্ন। এবার রিপন মিয়ার পোস্টটি শেয়ার করেছেন দেশের জনপ্রিয় তারকা কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করে তিনি রিপন মিয়াকে উদ্দেশ্য করে লিখেন,“ভাই, আপনার যেই জ্ঞান আর মূল্যবোধ আছে — যদি আমাদের সবার মধ্যে এমনটা থাকত, তাহলে আজ আমরা নিঃসন্দেহে এক শিক্ষিত জাতি হিসেবে পরিচিত হতাম। রিপোর্টিংয়ের নামে যেই হয়রানির ‘কালচার’ তৈরি হয়েছে, সেটাকে মোকাবিলা করার কোনো ব্যবস্থা থাকা জরুরি।” এনময় তিনি বর্তমান সংস্কৃতি উপদেষ্টার নাম উল্লেখ করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে বলেন,“আমি বিশ্বাস করি, মোস্তফা সরয়ার...