১৩ অক্টোবর ২০২৫, ০৭:১৯ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:২০ পিএম হামাসের ৭ অক্টোবরের হামলাকে একটি ভুল হিসেবে বর্ণনা করেছে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির প্রতিনিধির তত্ত্বাবধানে পরিচালিত রাষ্ট্র-সংশ্লিষ্ট দৈনিক 'জমহুরি ইসলামি', যা এই অঞ্চলের ইসরায়েল-বিরোধী আন্দোলনগুলোকে দুর্বল করে দিয়েছে। রবিবার (১২ অক্টোবর) এক সম্পাদকীয়তে পত্রিকাটি লিখেছে, "অনেক বিশ্লেষণ ও মন্তব্যের বিপরীতে 'অপারেশন আল-আকসা স্টম' ছিল একটি ভুল সিদ্ধান্ত।" সংবাদপত্রটি বলেছে, এই হামলা ইরান থেকে লেবানন পর্যন্ত সমগ্র অঞ্চলে ইসরায়েল-বিরোধী আন্দোলনকে উল্লেখযোগ্য ক্ষতিগ্রস্ত করেছে। সম্পাদকীয়তে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর মৃত্যু এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারের পতনকে আঞ্চলিক ইসরায়েল-বিরোধী ফ্রন্টের জন্য "বড় ক্ষতি" হিসেবে উল্লেখ করা হয়। দৈনিক 'জমহুরি ইসলামি' আরো বলেছে, হামলার একেবারে প্রথম মুহূর্ত থেকেই পত্রিকাটির সম্পাদকীয় বোর্ড এটিকে একটি ভুল হিসাব বলে মনে করেছিল এবং দুই...