১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ পিএম সোমবার ১৩ অক্টোবর নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে মতবিনিময় করছেন বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি'র দলীয় মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। মতবিনিময় সভায় মাসুদুজ্জামান মাসুদ বলেন, মুক্তিযোদ্ধারা জাতির গর্ব। কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাস কুক্ষিগত করে নিজেদের সুবিধামতো বিকৃত করেছে। তারা মুক্তিযোদ্ধাদের ব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে, অথচ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বিএনপি-ই তাদের প্রকৃত সম্মান ফিরিয়ে দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু মুক্তিযুদ্ধের ঘোষণা দেননি, তিনি সম্মুখ যুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীনতার ইতিহাস রচনা করেছেন। তিনি আরও বলেন, শেখ মুজিব বাকশাল গঠন করে একদলীয় শাসন কায়েম করেছিলেন, আর জিয়াউর রহমান দেশে গণতন্ত্র, সংবাদমাধ্যমের স্বাধীনতা ও...