১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৫১ পিএম বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে নারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার উদয়পুর ইউনিয়নে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-১ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা। ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, “তারেক রহমানের নেতৃত্বে আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে নারীও পুরুষ সমানভাবে উন্নয়ন, রাজনীতি ও সিদ্ধান্ত গ্রহণে অংশ নেবে। নারীদের বাদ দিয়ে কোনো উন্নয়ন বাপরিবর্তন সম্ভব নয়।” তিনি বলেন, “৩১ দফা কর্মসূচির প্রতিটি ধাপে নারীদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত প্রতিটি স্তরে নারী নেতৃত্বকে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি নারী সমাজের ক্ষমতায়নে দৃঢ়ভাবে কাজ করছে।”তিনি...