১৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮নং মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে ইউপি সদস্যরা কুমিল্লা জেলা প্রশাসক ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর অনাস্থা প্রস্তাব এনে স্মারকলিপি প্রদান করেছেন। গত ১২ ও ১৩ অক্টোবর ১০ জন ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন এর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ২২ টি অভিযোগ এনে এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবী করেন ইউপি সদস্যরা। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ৮ নং মালাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। এই ইউনিয়নের সেবা মূলক প্রতিটি খাত বর্তমানে চেয়ারম্যানের একক সিদ্ধান্তে বাস্তবায়িত হচ্ছে এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। যার কারণে এই ইউনিয়নের হাজার হাজার সেবা গ্রহীতা হয়রানি শিকার হচ্ছেন...