চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ভোটদানের সুবিধার্থে চাকসু ভবনের ২য় তলায় আলাদা একটি ভোটগ্রহণ সেন্টার করা করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশনার ও সদস্য-সচিব প্রফেসর ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে প্রধান নির্বাচন কমিশনার অন্যান্যা নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনাক্রমে এ মর্মে সিদ্ধান্ত গ্রহণ করেছেন, দৃষ্টি প্রতিবন্ধী ভোটররা ভোটদানের সুবিধার্থে একটি আলাদা ভোটগ্রহণ সেন্টার করা হবে।’বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘নির্বাচন কেন্দ্রে সব দৃষ্টি প্রতিবন্ধী ভোটারদের ভোট প্রয়োগের ক্ষেত্রে নির্বাচনী কর্মকর্তার সঙ্গে নির্বাচন কক্ষে ভোট প্রয়োগ করার ক্ষেত্রে দুজন নির্বাচন কমিশনার সার্বিক তত্ত্বাবধান করবেন।’সংকটে মালদ্বীপ প্রবাসীরা, দেশত্যাগের মুখে ২৭ হাজার শ্রমিক সোমবার (১৩ অক্টোবর) নির্বাচন কমিশনার ও...