বসুন্ধরা স্পোর্টস সিটিতে স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা উদ্বোধন NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। ঢাকা: বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশীপ-২০২৫’। চলবে ১৩ থেকে ১৬ অক্টোবর। অংশ নিবে ১৮০ জন প্রতিযোগী।১৩ অক্টোবর, সোমবার বিকালে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে এবারের আসর উদ্বোধন করা হয়েছে।যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া বেলুন উড়িয়ে এবং টুনামেন্টের জার্সি উন্মোচন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন।এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অব)-সহ নির্বাহী কমিটির সদস্যগণ, উর্মী গ্রুপের পরিচালক ফায়েজ রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া এডভাইজার আব্দুল বারী, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মোহসিনুল করিম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়...