টানা দুই হারের পর বাংলাদেশের মেয়েরা আজ শুরুতে যা করে দেখিয়েছে তা রীতিমত রেকর্ডবুকে নাম লিখিয়েছে। পুরো দল না বলে শুধু স্বর্ণা আক্তার বললে ভুল হবে না। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা (৩) মারার রেকর্ড গড়েছেন স্বর্ণা আক্তার। শুধু ছক্কার রেকর্ডই নয়, বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ডেও নিজের নাম লিখিয়েছেন স্বর্ণা (৩৪ বলে)। আগে ব্যাট করতে নেমে স্বর্ণার ৩৫ বলে অপরাজিত ৫১ রান ও শারমিন আক্তারের ফিফটিতে ৫০ ওভার শেষে ২৩২ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। যা ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। এর আগে ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ২৩৪ রান করেছিল বাংলাদেশ।টস জিতে আগে ব্যাট করতে নেমে সাবধানে ইনিংসের সূচনা করেন বাংলাদেশের ওপেনাররা। রুবাইয়া হায়দার ঝিলিকের সঙ্গে ওপেনিংয়ে আজ নতুন করে জুটি গড়েন দুই...