চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার বর্ডার বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সোহেল (৩৪) লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামের মন্তাজ মিয়ার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে মাদক ও চুরির একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এ বিষয়ে...