বাগেরহাটের মোরেলগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা বিএনপি নেতা ও মোরেলগঞ্জ–শরণখোলা–কচুয়া আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী মো. মনিরুল হক ফরাজী। রোববার বিকেলে খাউলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে সন্ন্যাসী বাজার কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সেলিম মিয়া। প্রধান অতিথির বক্তব্যে মো. মনিরুল হক ফরাজী বলেন, “বিএনপি সব ধর্ম ও বর্ণের মানুষের আস্থার ঠিকানা। স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী ধর্মের অপব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করে ভোট নিতে চায়। এ বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।” তিনি আরও বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রে রূপান্তরিত করা সম্ভব। এজন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। তাহলেই এই দেশে সব সম্প্রদায়ের মানুষ শান্তি ও...