জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (জকসু) নীতিমালার সংশোধনী শিক্ষা মন্ত্রণালয়ে চূড়ান্ত করা হয়েছে। জকসু আইন আকারে প্রকাশে রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষা। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে জকসু নীতিমালা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আমাদের জকসু নীতিমালার যেসব সংশোধনী ছিল, তা সম্পন্ন করা হয়েছে। আজকে চূড়ান্ত করা হয়েছে। কেবল রাষ্ট্রপতি মহোদয় অনুমোদন করলেই আইন প্রণয়ন সম্পন্ন হবে। আর কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না। তিনি আরও বলেন, এখান থেকে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আইন প্রণয়ন হয়ে আসতে কত সময় লাগবে, সেটা বলা যাচ্ছে না। তবে জকসু নির্বাচন সঠিক সময়ে হবে বলে আমরা আশাবাদী। তফসিল গঠন ও ঘোষণার আগ মুহুর্তের যেসব কাজ করা সম্ভব, সেগুলো করা হবে। এর আগে, গত ১১ অক্টোবর...