৫ ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ শেয়ারহোল্ডারদের কী হবে, সে বিষয়ে এখনও খোলাসা করছে না বাংলাদেশ ব্যাংক। ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ ব্যাংকে বিনিয়োগকারীদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ। এদিকে, অর্থমন্ত্রণালয় জানিয়েছে, বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গুজবে কান না দেওয়ার আহ্বানও জানিয়েছে মন্ত্রণালয়। পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক করার উদ্যোগ নিয়েছে সরকার। এমন পরিস্থিতিতে এই ৫ ব্যাংক নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগ থাকায় এসব শেয়ারের ব্যাপক দরপতন হচ্ছে। ডিএসই দরপতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় রয়েছে এ ৫ ব্যাংকের তিনটিই। সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রায় সাড়ে ৮ শতাংশ দাম কমে ৪ টাকা ৩০ পয়সা বিক্রি হচ্ছে। একই অবস্থা এক্সিম ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। অন্যদিকে, অভিহিত মূল্যের নিচে...